ভারতীয় অর্থনীতিতে কালো টাকার দাপট

ভারতীয় অর্থনীতিতে কালো টাকার দাপটের কথা সবাই স্বীকার করেন। কিন্তু সেই টাকার অঙ্ক যে ঠিক কত, সে সম্পর্কে স্পষ্ট ধারণা নেই সরকারেরও। অর্থমন্ত্রি অরুণ জেটলি জানালেন, নরেন্দ্র মোদির গত দু বছরের রাজত্বকালে দেশের আয়কর দপ্তর ২২,৪৭৫ কোটি টাকার কালো টাকার খবর পেয়েছে। এ ছাড়াও কালো টাকা দিয়ে কেনা ১,৪৭৪ কোটি টাকার সম্পত্তিরও খোঁজ পাওয়া গিয়েছে। দপ্তরের সক্রিয়তা দেখে আতঙ্কিত কালো টাকার বহু মালিকই নিজেরাই এগিয়ে এসে জানিয়ে দিচ্ছেন নিজেদের কালো টাকার খবর। আরও প্রশ্ন রয়েছে ভারতীয়দের বিদেশে লুকিয়ে রাখা টাকা-পয়সা নিয়েও। অর্থমন্ত্রি বলেন, এ সম্পর্কেও সরকারের কাছে বিশদ খবরাখবর নেই। তবে চেষ্টা চলছে ওই টাকাও উদ্ধার করবার। বিভিন্ন বিদেশি সরকারের কাছে ভারত সরকার অনুরোধ করেছে এ বিষয়ে খবরাখবর পেতে সহযোগিতা করতে।

Your browser doesn’t support HTML5

ভারতীয় অর্থনীতিতে কালো টাকার দাপট