জাকার্তার সাবেক গভর্ণরের বিরুদ্ধে দুই বছর জেল খাটার সাজা ঘোষণা

ধর্মের বিরুদ্ধে বক্তব্য রাখার অভিযোগে ইন্দোনেশিয়ার আদালত জাকার্তার সাবেক গভর্ণরের বিরুদ্ধে দুই বছর জেল খাটার সাজা দিয়েছেন।

বাসুকি জাহাজা পুর্নিমা, স্থানীয়ভাবে অশোক নামে পরিচিত গভর্ণর ঐ রায়ের বিরুদ্ধে আপীল করবেন।

বিশ্বের সর্ববৃহৎ মুসলমান অধ্যুষিত দেশে এই খ্রীষ্টান রাজনীতিক গত বছর নির্বাচনী প্রচারণার সময় ব্লাসফেমীতে অভিযুক্ত হন। তিনি এক বক্তব্যে কোরানে আয়াত সম্পর্কে বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন।