ব্লগার হত্যার সব ঘটনা ঘটেছে চাকরীচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকের নির্দেশে

দেশে এ পর্যন্ত যত ব্লগার হত্যার ঘটনা ঘটেছে তার সব কটিই হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবিটি নেতা সেনাবাহিনী থেকে চাকরীচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকের নির্দেশে।

শনিবার ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে বলেছেন শুক্রবার রাতে ঢাকার কমলাপুর এলাকা থেকে এবিটির সদস্য খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার ঘটনার সাথে খাইরুল ইসলামের সম্পৃক্ততা রয়েছে বলে আবদুল বাতেন জানিয়েছেন । তিনি আরও জানান ব্লগার হত্যার প্রতিটি ঘটনাই এবিটির সামরিক শাখার প্রধান জিয়ার নির্দেশে হয়েছে এবং এসকল হত্যাসংক্রান্ত বিভিন্ন দায়িত্ব এবিটির সদস্যদের মধ্যে তিনিই ভাগ করে দিতেন।

উল্লেখ্য ২০১১ সালের ডিসেম্বরে সেনা অভ্যুত্থানের প্ররোচনার অভিযোগে জিয়াকে সেনাবাহিনী থেকে চাকরীচ্যুত করা হয়। তার পর থেকে পলাতক এই জঙ্গি নেতাকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

Your browser doesn’t support HTML5

ব্লগার হত্যার সব ঘটনা ঘটেছে চাকরীচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকের নির্দেশে