মিয়ানমারে রক্তের বন্যা ও গৃহযুদ্ধের আশংকা-ক্রিস্টিন বার্গেনার

Christine Schraner-Burgener

মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত, ক্রিস্টিন বার্গেনার, বুধবার হুশিয়ার করে দিয়েছেন, যে, মিয়ানমারে এক রক্তের বন্যা অত্যাসন্ন এবং অসামরিক শাসন পুনর্প্রতিষ্ঠিত না হলে, সেখানে গৃহযুদ্ধের সম্ভাবনা বাড়ছেI বিশেষ দূত বলেন, আমি নিরাপত্তা পরিষদ সমীপে একটি সমন্বিত ব্যবস্থা এবং যা সঠিক, তা গ্রহণের জন্য সকল পন্থা বিবেচনার জন্য আবেদন জানাচ্ছিI
মিস বার্গেনার বলেন, তাঁর আশংকা এই সংঘাত আরো রক্তাক্ত হয়ে উঠবে, কারণ সামরিক বাহিনীর প্রধান, জেনারেল মিন অঙ্গ হ্লেইং তাঁর অন্যায়ভাবে ক্ষমতা গ্রহণকে আরো মজবুত করতে দৃঢ় সংকল্পবদ্ধ বলে প্রতীয়মান হচ্ছেI

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫৩৬ জন নিহত এবং ২৭০০ জনের অধিককে আটক বা কারাদণ্ড দেয়া হয়েছেI