জাতীয় ঐক্যফ্রন্টের প্রচারণা শুরু হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে

বাংলাদেশে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। ঘটনাবহুল এ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ ছুড়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

মাজার থেকে বের হয়ে ড. কামাল হোসেন বলেছেন, 'নির্বাচনে আছি, থাকবো। কোন বাধাই আমাদেরকে সরাতে পারবে না'। প্রস্তুতি ছিল মাজার থেকে বের হয়ে কামাল হোসেন একটি অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখবেন। কিন্তু পুলিশ মঞ্চটি ভেঙ্গে দেয় এবং মাইক খুলে নিয়ে যায়।

গত দু’দিনে অন্তত ২১টি জেলায় ঐক্যফ্রন্টের নির্বাচনী সভায় হামলা হয়েছে। সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, যে ঘটনাগুলো ঘটেছে তাতে তারা বিব্রত এবং মর্মাহত। বিএনপি মহাসচিবের গাড়িতে হামলার ঘটনাকেও তিনি অনাকাঙ্খিত বলে মন্তব্য করেছেন।

প্রতীক বরাদ্দের পর ১৮১ জন বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা-১ আসনের প্রার্থী আবু আশফাককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নোয়াখালীতে পথসভা পন্ড হবার একদিন পর এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এমন নির্বাচন তিনি আর কখনো দেখেননি।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী'র রিপোর্ট।