খালেদা জিয়া তিন মাস পর দেশে ফিরেছেন

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে তিন মাস পর বুধবার বিকেলে দেশে ফিরেছেন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি'র চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিমানবন্দরের অভ্যন্তরে তাঁকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফাখরুল ইসলাম আলমগিরসহ দুই বিএনপি নেতা। ওই দুই জন ছাড়া খালেদা জিয়াকে স্বাগত জানাতে অন্য কোন নেতাকে বিমান বন্দরের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

বিমানবন্দর থেকে তাঁর বাসভাবন পর্যন্ত বিএনপি'র হাজার হাজার নেতা কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়া এবং শ্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান।

সন্ধ্যার পর বিমান বন্দর সড়কে বাতি না থাকার প্রতিবাদে রাস্তার দুই পাশে জমায়েত হওয়া মানুষ মোবাইলের আলো জ্বালিয়ে তাদের নেত্রীকে অভ্যর্থনা জানান।

এদিকে, খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে সমগ্র ঢাকা শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।