খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা চলবে

বাংলাদেশে সুপ্রীমকোর্টের আপিল বিভাগ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার কার্যক্রম চলবে বলে আদেশ দিয়েছে।

ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ ওই আদেশ দিয়েছে সোমবার। ফলে বিচারিক আদালতে ওই মামলা চলতে আর কোন বাধা নেই।

রাষ্ট্রের ১৪ কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগে ২০০৭ সালে বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। উল্লেখ্য মামলাটি বর্তমানে বিচারিক আদালতে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা চলবে