পুলিশ বিএনপিকে ঢাকায় সমাবেশের অনুমতি দেয়নি

Bangladesh Protest

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে বিএনপি তাদের ভাষায় গণতন্ত্র হত্যা দিবস পালনের লক্ষ্যে ঢাকায় একটি সমাবেশ অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ বিএনপিকে ঢাকায় কোন সমাবেশের অনুমতি দেয়নি। বিএনপির পক্ষ থেকে ৫ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অথবা নয়া পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল। এ লক্ষ্যে বিএনপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। কিন্তু সমাবেশের অনুমতি শেষ পর্যন্ত দেয়া হয়নি। বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, শুক্রবার সকালে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। বিএনপি ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট