হরতালের মতো কর্মসূচি দেবে না বিএনপি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদন্ডাদেশের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে দলটির পক্ষ থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে শুক্রবার বিক্ষোভ সমাবেশ হয়েছে।

রাজধানী ঢাকার বায়তুল মোকাররম থেকে শুক্রবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কয়েকশ বিএনপি নেতাকর্মী মিছিল বের করে। মিছিলটি শান্তিপূর্ণ থাকলেও শেষ দিকে এসে নয়াপল্টন এলাকা থেকে পুলিশ কয়েকজনকে আটক করেছে।

BD BNP

এদিকে, ভয়েস অব আমেরিকাসহ ঢাকাস্থ বৈদেশিক সংবাদ মাধ্যমের কয়েকজন প্রতিনিধিকে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ, হরতালের মতো কর্মসূচি তারা দেবেন না। মির্জা ফখরুল জানিয়েছেন, তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। তিনি জানান, গত মাত্র কয়েকদিনে সাড়ে তিন হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এদিকে, বেগম খালেদা জিয়ার কয়েকজন আত্মীয়স্বজন তার সাথে সাক্ষাত করেছেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের সব পক্ষকেই শান্ত থাকার আহবান জানাচ্ছে এবং সব পক্ষের অংশগ্রহণমূলক একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দেশটিতে থাকুক তা তারা কামনা করেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।