পুলিশের বাধার প্রতিবাদে রোববার বিএনপি বিক্ষোভ পালন করবে

সমাবেশের অনুমতি না দেয়ায়, পুলিশী বাধার কারণে বিরোধী দল বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীকে- তাদের ভাষায় 'গণহত্যা দিবস পালন' উপলক্ষে শনিবার দলের কেন্দ্রীয় কর্মসূচি অর্থাৎ সমাবেশ অনুষ্ঠান পালন করতে পারেনি।

পুলিশসহ আইন শৃংখলা রক্ষা বাহিনী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং আশপাশের পুরো এলাকা সকাল থেকে কড়া প্রহরায় ঘিরে রেখেছে। পুলিশের সাজোয়া যান এবং জলকামানও মোতায়েন করা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে কোনো নেতা-কর্মীকে থাকতে দেয়া হয়নি।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ঘটনার নিন্দা জানিয়েছেন। সমাবেশ করতে না দেয়া এবং ৫ জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে- তাদের অভিযোগ মোতাবেক- পুলিশ এবং ক্ষমতাসীন দলের বাধা প্রদান এবং হামলার প্রতিবাদে রোববার বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে। ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

পুলিশের বাধার প্রতিবাদে রোববার বিএনপি বিক্ষোভ পালন করবে