বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়েছেন

Khalida Zia

নাশকতা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতি অর্থাৎ সব মিলিয়ে ৫টি মামলায় আদালতে হাজিরা দিয়ে এবং আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত একে একে ৫ বিচারকের সামনে হাজিরা এবং একটি নাশকতার মামলায় আত্মসমর্পণকরেন। ৫টি মামলার মধ্যে যাত্রাবাড়ীতে পেট্রোল বোমায় মানুষ হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমন দাবি করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
মামলায় হাজিরা দেয়ার জন্য খালেদা জিয়ার উপস্থিতির কারণে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত প্রাঙ্গনে উপস্থিত হন। বিশৃংখলা ও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়। তাছাড়া জলকামান রাখাসহ পুলিশ সতর্ক অবস্থায় ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট বিএনপি