বিএনপি, সরকারের বিরুদ্ধে জঙ্গিবাদ দমনে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছে

বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি জঙ্গিবাদ দমনে সরকারের নিষ্ক্রিয়তার
অভিযোগ করে বলেছে দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছেজঙ্গিবাদী উগ্রপন্থীরা
দেশের কর্তৃত্ব গ্রহণ করেছে।

মঙ্গলবার দলের তরফে গণমাধ্যমে পাঠানো কঠোর ভাষায় লেখা এক বিবৃতিতে বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন এই বলে যেসংগঠিত
জঙ্গিরাযখন দেশকে ক্রমাগত ভাবে তাদের অভয়ারন্যে পরিনত করছে তখন তাদের
অস্তিত্ব ধ্বংস না হয়ে বরং তাদের কলেবর বৃদ্ধি পাচ্ছে।

দেশব্যাপী বেছে বেছে হত্যাকাণ্ড চলছে বলে উল্লেখ করে তিনি বলেন এসকল হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন ভিন্ন মতাবলম্বী ব্লগার, ধর্মগুরু, পুরোহিত, যাজক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিদেশি নাগরিক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, পীর, প্রকাশক, পুলিশ সদস্যের পরিবার এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়।

গত তিন দিনে দুর্বৃত্তরা চট্টগ্রাম, নাটোর ও ঝিনাইদহ জেলা সমূহে যে অমানবিক এবং
পৈশাচিক হত্যাকাণ্ড চালিয়েছে তার নন্দা ও প্রতিবাদ এবং খুনিদের ধ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েমির্জা ফখরুল বলেন এসব ঘটনায় দেশবাসী হাড় হিম করা আতঙ্ক ও নিরাপত্তাহিনতায় ভুগছে।

বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট বিএনপি