নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখানো কৌশল-বিএনপি

বাংদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি রাজনৈতিক দল, সুশীল সমাজসহ বিভিন্ন মহলের সাথে দুইমাসব্যাপি নির্বাচন কমিশন (ইসি) এর সংলাপকে লোক দেখানো একটি কৌশল বলে আখ্যায়িত করেছে। বুধবার ঢাকায় এক সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করে বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সংশয় প্রকাশ করেন। ইসির সাথে সংলাপকালে প্রায় সব রাজনৈতিক দল নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার চেয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন তাদের এ চাওয়ার পেছনে মূল কারন হচ্ছে বিনা ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি অবিশ্বাস।

মির্জা ফখরুল বলেন জোর করে ক্ষমতায় আকড়ে থাকা আওয়ামী লীগ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ইসির সরকারের ইচ্ছার বাইরে গিয়ে কাজ করার মনোবল এবং ইচ্ছাশক্তি আছে কিনা সে বিষয়ে জনগণসহ সকল মহলের যথেষ্ট সন্দেহ আছে।

Your browser doesn’t support HTML5

নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখানো কৌশল-বিএনপি