Mirza Fakhrul Islam Alamgir
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্যদের হত্যার হুমকির অভিযোগে ঢাকার নিম্ন আদালতে দায়ের হওয়া মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরসহ দলটির ৪ নেতাকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
জহুরুল আলমের রিপোর্ট আদালত
মঙ্গলবার ওই মামালায় নিন্ম আদালতে সোমবার গ্রেফতারীর পরোয়ানা জারি হলে বিএনপিঁর এ ৪ নেতা হাই কোর্টে জানিনের আবেদন করলে আদালত ওই আদেশ দেয়। বিএনপির অন্য তিন নেতা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
হাইকোর্ট ওই ছয় সপ্তাহে বিএনপির এ ৪ নেতাকে কোন প্রকার হয়রানি কিংবা গ্রেফতারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। উল্লেখ্য,সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৯ নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা করেন জন-নেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। পরে ওই মামলার শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম।