মিয়ানমার অভিজ্ঞতা থেকে সরকারকে গণতন্ত্র উপলব্ধির আহ্বান বিএনপি'র

মিয়ানমার অভিজ্ঞতা থেকে বাংলাদেশ সরকারকে গণতন্ত্র উপলব্ধির আহ্বান জানিয়েছে সরকার বিরোধী রাজনৈতিক দল বিএনপি।

বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপি'র মুখপাত্র আসাদুজ্জামান রিপন আশা প্রকাশ করেন প্রতিবেশী মিয়ানমারের বর্তমান থেইন সেন সরকারের মতো বাংলাদেশের ক্ষমতাসীন সরকারও শেষ পর্যন্ত উপলব্ধি করবে গণতন্ত্রই হচ্ছে সব সংকট থেকে মুক্তির একমাত্র পথ।

তিনি বলেন সেখানে নির্বাচন হওয়া পর্যন্ত সকলেই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন সেদেশে আদৌ জনগণ সত্যিকারের একটি গণতান্ত্রিক সরকার পাবে কিনা। তবে সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে সেদেশের বিরোধী নেত্রী আং সান সু চির দল এনএলডি বিপুল ভাবে জয়ী হয়েছেন বলে উল্লেখ করে বিএনপি মুখপাত্র আশা করেন মিয়ানমারের অভিজ্ঞতা থেকে বিষয়টি উপলব্ধি করে বাংলাদেশ সরকারও একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে।

তিনি সারা দেশে অব্যাহত ভাবে দলের নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন ও দলের জাতীয় কাউন্সিল সামনে রেখে যৌথবাহিনী এ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে ।গত কয়েকদিন যাবত সারাদেশে বিএনপির তিন হাজারেরও বেশী নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করে তিনি গ্রেফতার হওয়া নেতা কর্মীদের মুক্তি এবং এধরনের গন গ্রেফতার বন্ধের দাবি জানান।

Your browser doesn’t support HTML5

মিয়ানমার অভিজ্ঞতা থেকে সরকারকে গণতন্ত্র উপলব্ধির আহ্বান বিএনপি'র