কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলটি।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।
Your browser doesn’t support HTML5
আমীর খসরুর রিপোর্ট (মানব বন্ধন)
দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার পূর্বাহ্নে দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কড়া পুলিশি প্রহারার মধ্যে অনুষ্ঠিত মানববন্ধনে খালেদা জিয়ার মুক্তিসহ একটি অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে বর্তমান সরকারের করণীয় সম্পর্কে বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব খালেদা জিয়ার মুক্তি এবং আগামী নির্বাচনকে অবাধ, অংশগ্রহণমূলক করা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সব রাজনৈতিক দল ও সংগঠনের ঐক্য কামনা করেছেন।