যুক্তরাষ্ট্র বিএনপি’র বিক্ষোভ সমাবেশ হোয়াইট হাউজের সামনে

রবিবার দুপুরে যুক্তরাষ্ট্র বি এন পি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে, এবং তার প্রতিবাদ জানাবার জন্য রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউজের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ।

বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক অসন্তোষ চলছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীরাও উদ্বিগ্ন। এবং বিভিন্ন শহরে বিভিন্ন দল প্রতিবাদ-সমাবেশের আয়োজন করে তাদের দাবী তুলে ধরছে।

এখানে ওয়াশিংটনে বিএনপি সদস্য-সমর্থকদের দাবী ছিল, তাঁদের কথায়, দেশে যে নির্যাতন চলছে তা বন্ধ করা হোক। সমাবেশে উপস্থিত এক মহিলার বক্তব্য ছিল – ‘বাংলাদেশে বিনা কারণে মানুষকে হত্যা করা হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাতে এসেছি’।
নিউইয়র্ক রাজ্যের বিএনপি প্রেসিডেন্ট বললেন,‘আজকে আমরা এখানে এসেছি, বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, সরকার সাধারণ মানুষকে যেভাবে নির্যাতন নিপীড়ন করছেন, এবং যুদ্ধ অপরাধীদের বিচারের নামে যে প্রহসন এর প্রতিবাদে আমরা এখানে এসেছি’।


Your browser doesn’t support HTML5

BNP Protests near White House