করোনা মহামারি এবং বন্যার মত দুর্যোগের মধ্যেই বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বন্যায় বগুড়া ১ আসন সোনাতলা-সারিয়াকান্দির বেশ কিছু এলাকা পানির নিচে। সেই সাথে করোনা মহামারির ভয়। নির্বাচন পিছানো দাবীতে কয়েকদিন আগেই মাঠের বাইরে গেছে বিএনপি। সব মিলেই ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিলো।
সারিয়াকান্দির ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটর আব্দুর রাজ্জাক, নারগিস বেগম, অনিল কুমার জানান, করোনা এবং বন্যায় মানুষ খুব দুর্ভোগের মধ্যে আছে। সেজন্য ভোটার উপস্থিতি কম। তারপরও সরকার নির্বাচন দিয়েছে। সেজন্যই জীবনের ঝুকি নিয়ে হলেও ভোট কেন্দ্রে এসেছি।
এদিকে জাল ভোট প্রদানের দায়ে দুই উপজেলায় বেশ কয়েকজনকে আট করেছে পুলিশ। এর মধ্যে একজনকে দুই বছরের সাজা প্রাদন করেছে ভ্রাম্যমান আদালত। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম অভিযোগ করেছেন, সরকার দলের লোকজন এসব জাল ভোট প্রদান করেছে।
জাল ভোট প্রদান বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ ভয়েস অফ আমেরিকাকে বলেন, জাল ভোটের বিষয়ে আমরা সোচ্চার ছিলাম। আমি নিজেও একজনকে ভ্রাম্যমান আদালতে সাজার ব্যবস্থা করেছি। সব মিলে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি ভোট সুষ্ঠু করার। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। সব শেষ খবর অনুযায়ী নৌকা প্রতীক এগিয়ে আছে।
Your browser doesn’t support HTML5
বগুড়ায় উপ- নির্বাচনে জাল ভোট প্রদানের অভিযোগ