বিহারে নির্বাচন চলাকালে বোমায় দুই আধা সামরিক বাহিনীর সৈন্য নিহত

ভারতের পুর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ভোট গ্রহণকালে বোমা বিস্ফোরণে দু জন ভারতীয় সৈন্য নিহত এবং অন্তত তিন জন আহত হয়েছে। সন্দেহ করা হচ্ছে যে মাওবাদী বিদ্রোহীরা এই বোমাটি পেতে রাখে। ।

কর্তৃপক্ষ বলছে সৈন্যদের বহনকারী একটি জীপ , মুঙ্গের জেলায় রাস্তায় পাতা ভুমি মাইনের ওপর দিয়ে যাওয়ার সময়ে এই ঘটনাটি ঘটে।

মাওবাদি বিদ্রোহীরা ভোটদাতাদের ভোট না দেওয়ার জন্যে চাপ দিচ্ছে এবং নির্বাচন বানচাল করার হুমকি দিয়েছে।

আজ বৃহস্পতিবারের এই ভোটগ্রহণ হচ্ছে সংসদ নির্বাচনের তৃতীয় পর্ব। কোটি কোটি লোককে ভোটদানের সুযোগ দেওয়ার লক্ষে ভোট গ্রহণ চলবে এক মাসেরও বেশি সময় ধরে।

আজ ভোট হয়েছে ভারতের রাজধানী নতুন দিল্লি , প্রতিবেশি রাজ্য হারিয়ানা এবং উত্তর প্রদেশ , সেই সঙ্গে পুর্ব ও দক্ষিণের কয়েকটি এলাকায়।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের প্রতিবেদন শুনুন





হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি , কংগ্রেসকে এক দশক ক্ষমতায় থাকার পর বিতাড়িত করতে চাইছে ; তারা দেশের স্থবির অর্থনীতিকে চাঙ্গা করার প্রতিশ্রুতি দিচ্ছে।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন যে বিজেপি ‘র নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হলে , সেটি হবে সর্বনাশী ঘটনা।

ভারতের সুপ্রিম কোর্ট মোদির বিরুদ্ধে ২০০২ সালে মুসলিম বিরোধী দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্র সেই সময়ে তাঁর যুক্তরাষ্ট্রে আসার ভিসা বাতিল করে দিয়েছিল।

Your browser doesn’t support HTML5

পরমাশীষ ঘোষ রায়ের টেলিফোন বার্তা






বৃহস্পতিবার পশ্চিম বঙ্গের মালদা জেলার মনিকচকে তৃণমূল কংগ্রেসের বাই মিছিলের ছবি তুলতে গিয়ে নিগৃহীত হলেন নির্বাচন কমিশনের দু জন সদস্য।