নিউইয়র্কে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ২৪তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বই মেলা

নিউইয়র্কে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ২৪তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বই মেলা। শুক্রবার নিউইয়র্কের জ্যাকসনহাইটসের পিএস ৬৯ এ উৎসবের উদ্বোধন করে শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সাইদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রামেন্দু মজুমদার, বিশ্ব ভারতীর অধ্যক্ষ্য রামকুমার মুখোপাধ্যায়, শিল্পি আব্দুল হাদী, উৎসবের আহবায়ক ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম ত্রিপুরাসহ বিশিষ্ট জনেরা।
উৎসবে যোগ দিচ্ছেন বাংলাদেশ-ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিল্পী-সাহিত্যিকসহ নানা শ্রেনী পেশার মানুষ। উৎসব উপলক্ষ্যে বের হয় একটি বর্নাঢ্য শোভাযাত্রা। সেখানে রয়েছেন রোকেয়া হায়দার আসুন তার কাছ থেকে শোনা যাক এবারের আয়োজন কেমন হয়েছে। রোকেয়া -

Your browser doesn’t support HTML5

নিউইয়র্কে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ২৪তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বই মেলা