হিউম্যান রাইটস ওয়াচ কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছে

Brad Adams

বাংলাদেশে জামাতে ইসলামী তাদের ভাষ্যে ‘সকল আইন লঙ্ঘন করে, কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আগামীকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।

ওদিকে হিউম্যান রাইটস ওয়াচ এই দণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত শুনুন রোকেয়া হায়দারের কাছে।

Your browser doesn’t support HTML5

রিপোর্ট


জামাতে ইসলামী আজ সন্ধ্যায় প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ‘সরকার সংবিধান, সুপ্রীম কোর্টের আইন, এবং কারাবিধি লঙ্ঘন করে কাদের মোল্লাকে হত্যার ষড়যনত্র করছে’। সুপ্রীম কোর্ট গত বৃহষ্পতিবার আপীল বিভাগের পূর্ণ রায় প্রকাশ করেছে, যাতে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এদিকে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের পরিচালক ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগকে বলেছেন যে, ‘বর্তমানে অত্যন্ত নাজুক পরিস্থিতিতে, যখন কিনা টানটান উত্তেজনা বিরাজ করছে, তার মধ্যে কাদের মোল্লার প্রানদণ্ড ক্ষতিকর হতে পারে’।

তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচ সকল ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিরোধী। এবং যারা প্রানদণ্ডে বিশ্বাস করে, তাদের এটা উপলব্ধি করা উচিত যে, চলমান রাজনৈতিক সংকটের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সহিংসতা বাড়বে, বহু মানুষ প্রান হারাবে। তাই আমরা সরকারের প্রতি এই রায় কার্যকর না করার আহ্বান জানাই’।