ভারতের রাজনীতিতে তোলপাড় চলছে ঘুষ নিয়ে

ইটালির অগাস্টা ওয়েস্টল্যান্ড সংস্থা থেকে ভারত হেলিকপ্টার কিনেছিল মনমোহন সিং সরকারের আমলে। এখন জানা যাচ্ছে, ওই কেনাকাটায় মোটা টাকা ঘুষ দেওয়া হয়েছিল। এমনকি, ইটালির একটি আদালতেও ঘুষের কথা প্রমাণিত হয়েছে। প্রশ্ন, ভারতে কে পেয়েছিল ওই ঘুষ? বিজেপি সরকার বলছে, ঘুষ যে গান্ধী পরিবারই পেয়েছিল, তাতে কোনও সন্দেহ নেই। সনিয়া গান্ধী বলেছেন, এ সব মিথ্যে অভিযোগ। সংসদে বিতর্ক ছাড়াও দিল্লির রাজপথে কংগ্রেস নেতারা নেমে পড়েছেন তাঁদের বিরুদ্ধে মিথ্যে বদনাম দেওয়ার অভিযোগ তুলে। সংসদে প্রতিরক্ষা মন্ত্রি মনোহর পারিকর অবশ্য বলেছেন, অতীতে বোফর্স কামান কেনায় রাজীব গান্ধীর ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণ করা যায় নি। রাজীব অবশ্য পরের নির্বাচনে ক্ষমতা হারিয়েছিলেন। পারিকর বলেছেন, এ বার অগাস্টা হেলিকপ্টার কেনাকাটায় গান্ধী পরিবারের দুর্নীতি সরকার আদালতে প্রমাণ করে দোষীদের জেলে পাঠাবে। দেশের রাজনীতি অগাস্টা নিয়ে তোলপাড়।

Your browser doesn’t support HTML5

ভারতের রাজনীতিতে তোলপাড় চলছে ঘুষ নিয়ে