আসন্ন বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে এবারও বিপুল সংখ্যক বাংলাদেশী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আগামী ৮ই জুন নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০১৫ সনে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে ১১ জন বাংলাদেশী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তিন জন জয়ী হন। তিন জনই মহিলা, তারা সবাই লেবার পার্টির। বৃটিশ গণমাধ্যম এই তিনজনকে ‘গোল্ডেন গার্লস অব বাংলাদেশ’ বলেআখ্যায়িত করেছিল। বৃটিশ বাংলাদেশি প্রথম এমপি হন সিলেটের রুশনারা আলী। ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকা থেকে ২০১০ সনের নির্বাচনে লেবার পার্টি থেকে তিনি নির্বাচিত হন। ২০১৫ সনে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা। প্রায় ২৫ হাজার ভোটে কনজারভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার তনয়া টিউলিপ সিদ্দিক কনজারভেটিভ পার্টির প্রার্থী সাইমন্ড মার্কাসকে ১১৩৮ ভোটে পরাজিত করে প্রথম বারের মতো এমপি হন।
হাড্ডাহাড্ডি লড়াই ছিল রূপা হকের আসনে। মাত্র ২৭৪ ভোটে কনজারভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করে এমপি হন রূপা হক।
এবারের নির্বাচনে ফলাফল কি দাঁড়াতে পারে এ নিয়ে কথা হয় টাওয়ার হেমলেটসের মেয়র জন বিগস এর রাজনৈতিক উপদেষ্টা সৈয়দ মনসুর উদ্দিনের সাথে। তার মতে, ২০১৫ সনে যতোটা সহজ ছিল এবার তা নাও হতে পারে। আগামী ৮ই মে মনোয়নপত্র চূড়ান্ত হওয়ার পর জানা যাবে ঠিক কতো জন বৃটিশ বাংলাদেশী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
লন্ডন থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
Your browser doesn’t support HTML5
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট