ইরাকের তুলনায় সিরিয়ায় বৃটেনের কম হামলা নিয়ে প্রশ্ন

ইরাকের তুলনায় সিরিয়াতে আইএসকে টার্গেট করে কম বিমান হামলা চালানোয় প্রশ্নের মুখোমুখি বৃটেন। নতুন এক রিপোর্টে বলা হয়েছে, ইরাকে বৃটিশ বাহিনী বিমান হামলা চালিয়েছে পাঁচশ’ টিরও বেশি। আর সিরিয়ায় মাত্র ৬৫ টি। কমন্স ডিফেন্স কমিটির রিপোর্টে জানা যাচ্ছে, গত বছরের ডিসেম্বরের পর সিরিয়ার তুলনায় ইরাকের আইএস টার্গেটে ৯ গুণ বেশি হামলা চালানো হয়েছে।

কমিটির চেয়ারম্যান ড. জুলিয়ান লুইস বলেছেন, সিরিয়া ও ইরাকে চালানো হামলার মধ্যে বিরাট অসমতা রয়েছে। বলা হয়েছিল, সিরিয়ায় হাজারো ‘মধ্যপন্থী’ যোদ্ধা রয়েছে। তাদের সহযোগিতা করার জন্য অভিযান প্রয়োজন। এখন প্রশ্ন আসে, সেখানে এতো সংখ্যক কথিত যোদ্ধাদের সাহায্যার্থে এতো কম বিমান হামলা চালানো হলো কেন? কমিটির রিপোর্টে বলা হয়েছে, সিরিয়া ও ইরাকে শুধু সামরিক অভিযানের ওপর নির্ভর না করে, আইএসকে পরাভূত করার জন্য বৃটেনের বড় ধরণের কৌশল প্রয়োজন। এই রিপোর্টের জবাবে সরকারের এক মুখপাত্র বলেছেন, ইরাক ও সিরিয়ায় আইএসকে পরাজিত করার প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করছে বৃটেন। লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট-

Your browser doesn’t support HTML5

ইরাকের তুলনায় সিরিয়ায় বৃটেনের কম হামলা নিয়ে প্রশ্ন