বৃটিশ এমপিরা আগাম নির্বাচনে সায় দিলেন

Britain, Theresa May

বৃটিশ এমপিরা আগাম নির্বাচনে সায় দিয়েছেন। ৮ই জুন প্রস্তাবিত ওই নির্বাচনের পক্ষে ভোট দিয়েছেন ৫২২ জন। বিপক্ষে ভোট দেন ১৩ জন। মঙ্গলবার বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আইন অনুয়ায়ী এই সিদ্ধান্তের পক্ষে এমপিদের সমর্থন আছে কিনা- তা জানতেই বুধবার হাউজ অব কমন্সে ভোটের আয়োজন করা হয়। বেলা ২টায় স্পিকার জন বারকো ভোটের ফলাফল ঘোষণা করেন। প্রস্তাবের পক্ষে বিতর্কের সূচনায় প্রধানমন্ত্রী তেরেসা মে বলেন,আমাদের ভাগ্য কি হবে তা ঠিক করবে জনগণ। তবে এটা বলা যায় আগামী দিনে বৃটেনে এক শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন রয়েছে। বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে প্রধানমন্ত্রী জন আস্থা হারিয়ে আগাম নির্বাচন ঘোষণা করেছেন। উল্লেখ্য যে ২০২০ সনে বৃটেনে নির্বাচন হওয়ার কথা ছিল। গত ৭ বছরে ৩টি নির্বাচন হতে যাচ্ছে।
লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট