বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দরের বিস্ফোরণে ভারতীয় জেট এয়ারোয়েজ সংস্থার দুই বিমানকর্মী আহত

Belgium Attacks

মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দরের বিস্ফোরণের ঢেউ এসে পৌঁছল ভারতেও।

কলকাতা সহ দেশের প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, বিমানবন্বদরে সব ভারতীয় বিমানযাত্লারীরা নিরাপদে থাকলেও জঙ্গী আক্রমণে আহত হয়েছেন ভারতীয় জেট এয়ারোয়েজ সংস্থার দুই বিমানকর্মী।

ওদিকে আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদির যে বেলজিয়াম সফরে যাওয়ার কথা রয়েছে, সেই কর্মসূচি এখনও অপরিবর্তিত রয়েছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা কিন্তু বলছেন ইউরোপীয় বিমানবন্দরগুলিতে প্রায় রানওয়ে পর্যন্ত যে কেউ পৌঁছে যেতে পারেন কোনও রকম তল্লাসী ছাড়াই। ভারতে কিন্তু বিমানবন্দরে ঢোকবার মুহূর্ত থেকেই কয়েক দফা তল্লাসীর পর্ব শুরু হয়ে যায়। বিশেষজ্ঞেরা মনে করছেন, জঙ্গীদের যে ভাবে দাপট বাড়ছে, ভারতীয় পদ্ধতিই এ বার অনুসরণ করতে হবে ইউরোপীয় দেশগুলিতেও।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট