খাদিজাকে হত্যা চেষ্টার দায়ে ছাত্রলীগ নেতা বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেটে সংগঠিত বহুল আলোচিত কলেজ ছাত্রী খাদিজা বেগমকে কুপিয়ে হত্যা চেষ্টার দায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গত বছরের ১৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র বদরুল গুরুতর আহত করলেও সুচিকিৎসার ফলে তিনি বেঁচে যান। এ ঘটনায় তখন বিভিন্ন মহল বিচার চেয়ে দেশব্যাপী বিক্ষোভ করেছিল।

এ রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মহিলা আইনজীবী সায়মা আক্তার আশা প্রকাশ করেছেন যে, এ রায়ের ফলে নারী নির্যাতন কিছুটা হলেও কমবে।

এদিকে, আদালতের রায়ে মৃত‌্যুর মুখ থেকে ফিরে আসা খাদিজা বেগম সন্তোষ প্রকাশ করেছেন। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

খাদিজাকে হত্যা চেষ্টার দায়ে ছাত্রলীগ নেতা বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড