বাংলাদেশ-মায়ানমার সীমান্তের উভয় পাশে বিচ্ছিন্নতাবাদীদের পেতে রাখা মাইন অপসারণে উভয় দেশ এক সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে

ঢাকায় অনুষ্ঠিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবংমিয়ানমার পুলিশ ফোর্স এমপিএফ এর মধ্যে ৬ দিন ব্যাপিউচ্চ পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক মহাম্মদ আনিছুর রহমানে। মিয়ানমার নাকি বাংলাদেশের
বিচ্ছিন্ন-বাদী সংগঠন এই বিস্ফোরোক গুলো পুতে রেখেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে ঘটনাই ঘটুক না কেনো, দু দেশ মিলেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বৈঠকেসিদ্ধান্ত হয়েছে।

আনিছুর রহমান বলেন মাদক চোরাচালান প্রতিরোধে বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মায়ানমার। রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে তিনি বলেন মায়ানমারের পক্ষ থেকে জানান হয়েছে বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত আছে এবং রোহিঙ্গারা চাইলে দেশে ফিরে
যেতে পারেন।উভয় সরকার অন্য কোণও দেশের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদের ভূমি ব্যবহার করার অনুমতি দেবে না বলে দুপক্ষ একমত হয়েছে বলে তিনি জানান।
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট (বর্মা)