‘ক্যালকুলেটর’ মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে ভারতে জঙ্গিদের অনুপ্রবেশ

India

ভারতের সংবাদ মাধ্যমের কাছেই যা এখন সংবাদ শিরোনাম তাহল ক্যালকুলেটর এই শব্দ বন্ধই এখন চিন্তায় ফেলেছে ভারতীয় গোয়েন্দাদের।সংশ্লিষ্ট সূত্রের খবর ক্যালকুলেটর অ্যাপের সাহায্যেই সেনা-রাডারকে ফাঁকি দিয়ে অনুপ্রবেশ করছে এদেশে পাক মদতপুষ্ট জঙ্গিরা। ধৃত জঙ্গিদের জেরায় উঠে এসেছে এমনই সব চাঞ্চল্যকর তথ্য।জানা যাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গিদের এখন নয়া হাতিয়ার ‘ক্যালকুলেটর’ নামক এই মোবাইল অ্যাপ্লিকেশন! জম্মু-কাশ্মীরে অবাধ অনুপ্রবেশ ঘটাতে যার যথেচ্ছ ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা ।আর গোটাটাই হচ্ছে দেশের সেনা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে।প্রসংগত বলা যেতে পারে মোবাইলের ওপর নজরদারির কাজ করে সেনাবাহিনীর ‘সিগন্যাল ইউনিট’। এদের কাজ হল কোনও বিশেষ মোবাইল নম্বরের ওপরে নজর রাখা। সীমান্তের কোনও টাওয়ারে, কোন নতুন নম্বর ধরা পড়লেই সঙ্গে সঙ্গে, তার ওপর নজরদারি চালাতে শুরু করে সেনার সিগন্যাল ইউনিট।কিন্তু দেখা যাচ্ছে, এই চেষ্টা অনেক ক্ষেত্রেই সফল হচ্ছে না! সীমান্ত পার করে এমন কিছু জঙ্গি ভারতে ঢুকে পড়ছে যাদের মোবাইল কোনওভাবেই ট্র্যাক করা যাচ্ছে না! আর এখানেই জঙ্গিদের অন্যতম ভরসা হয়ে উঠেছে ক্যালকুলেটর অ্যাপ। আর তাতেইনাকি চিন্তিত দেশের গোয়েন্দা বাহিনী।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট