পশ্চিমবঙ্গের নির্বাচনে কেবল বুথ নয়, এলাকার টহলদারীতেও থাকবে কেন্দ্রীয় বাহিনী

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধান সভা নির্বাচনে, ভোটের দিন শুধু নির্বাচনী বুথ নয় এলাকায় টহলদারীতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করলো নির্বাচন কমিশন।

সেক্টর ফ্লাইং স্কোয়াড এবং কুইক রেসপন্স টিমেও থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। রাজ্য বা কলকাতা পুলিশের কর্মী বা অফিসারকে বুথের ধারে কাছে ঘেষঁতে দেওয়া যাবে না। সে কারনেই এবারের ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা রাজ্যের গত নির্বাচন গুলিকে ছাপিয়ে যেতে চলেছে।

নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন সূত্রে জানা গেছে, এবারের ভোটে প্রায় আট'শো কোম্পানী কেন্দ্রীয় বাহিনী রাজ্যের নির্বাচনে আসতে চলেছে। যা একেবারে নজীর বিহীন ঘটনা। ইতিমধ্যেই চার'শো কোম্পানী কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে এসে গেছে। আরো চার'শো কোম্পানী আর কয়েকদিনের মধ্যে এ রাজ্যে এসে যাবে। কিভাবে সেই সব বাহিনী মোতায়েন করা হবে , তার জন্য রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকও শুরু করে দিয়েছেন নির্বাচন কমিশনের কর্তারা। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পশ্চিমবঙ্গের নির্বাচনে কেবল বুথ নয়, এলাকার টহলদারীতেও থাকবে কেন্দ্রীয় বাহিনী