কলকাতায় প্রবল বৃষ্টি, বাড়ী ধসে দুজনের মৃত্যু

গত কয়েকদিন ধরে গোটা রাজ্যজুড়ে চলছে অঝোর ধারায় বৃষ্টি। বিপদে অসংখ্য মানুষ। আর এই দুর্যোগের মধ্যেই কলকাতায় ভেঙ্গে পড়ল পুরনো বাড়ির একাংশ! মৃত্যু হল দু’জনের! মধ্য কলকাতার তালতলা থানা এলাকার দশ নম্বর ইন্ডিয়ান মিরর স্ট্রিটে তিন তলা এই বাড়িটির বয়স একশো বছরেরও বেশি। আট- দশ টি পরিবারের পাশাপাশি বাড়ির নিচতলায় রয়েছে বেসরকারি সংস্থার অফিস।

স্থানীয়দের দাবি, গতকাল সোমবার সকালে যখন বৃষ্টি হচ্ছিল, তখন থেকেই নড়ছিল বাড়িটি! আজ ভারতীয় সময় বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটে যায় দুর্ঘটনা! আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির পিছন দিকের একটি অংশ! বাড়ি নড়ায় আতঙ্কিত হয়ে, অনেকেই বাড়ি থেকে আগেই বেরিয়ে চলে এসেছিলেন। কিন্তু তখনও রয়ে গিয়েছিলেন কয়েকজন। ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের বের করে আনে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।কিন্তু তখনও চিন্তামুক্ত হতে পারেননি স্থানীয়রা। তাঁরা বলাবলি করছিলেন, আরও অনেকে ভিতরে আটকে রয়েছে! বিকেলে ধ্বংসস্তূপের মধ্যে থেকে দু’জনকে উদ্ধার করে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

Your browser doesn’t support HTML5

কলকাতায় প্রবল বৃষ্টি, বাড়ী ধসে দুজনের মৃত্যু