ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্ট: প্রভাব ও প্রতিক্রিয়া

ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায় আজই নতুন দিল্লিতে শপথ গ্রহণ করেছেন। প্রণব মুখোপাধ্যায় হচ্ছেন ভারতে প্রথম বাঙালি রাষ্ট্রপতি। প্রবীণ রাজনীতিক , বহু দিন ধরে ভারতের মন্ত্রীসভায় তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছিলেন। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঠিক আগে তিনি ভারতের অর্থ মন্ত্রী ছিলেন । সর্বভারতীয় রাজনীতিতে যেমন , তেমনি পশ্চিম বঙ্গের রাজনীতিতেও তিনি গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেছেন , রাজনৈতিক সঙ্কটের সময়ে তিনি সাহায্যের হাত বাড়িয়েছেন । সেই সঙ্গে তাঁর প্রতিপক্ষদের তরফ থেকে তিনি সমালোচনার ও মুখোমুখি হয়েছেন। এ সব কিছুর আলোকে আজকের এই হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে : ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি: প্রভাব ও প্রতিক্রিয়া

আমাদের বিশেষজ্ঞ অতিথী প্যানেলে টেলি সম্মিলনি লাইনে যোগ দিয়েছেন, কোলকাতা থেকে ড অনিন্দ মজুমদার , অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ , যাদবপুর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক মজুমদার রয়েছেন ড অসীম পদ চক্রবর্তী , কোলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও জনসংযোগ বিভাগের অতিথি অধ্যাপক এবং দৈনিক সকালবেলা পত্রিকার উপদেষ্টা সম্পাদক। এই প্যানেলে আরো রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ। আলোচকরা মূলত আলোকপাত করা হয় প্রণব মুখোপাধ্যায়ের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে রাষ্ট্রপতি হিসেবে।

Your browser doesn’t support HTML5

শুনুন হ্যালো ওয়াশিংটন