হ্যালো ওয়াশিংটন: দক্ষিণ এশিয়ায় নারীর ক্ষমতায়ন বণাম নারী নির্যাতন

Your browser doesn’t support HTML5

হ্যালো ওয়াশিংটন


আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ প্যানেলের জবাবের এই আয়োজনের বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ায় নারীর ক্ষমতায়ন বণাম নারী নির্যাতন আজ আমাদের অতিথি প্যানেলে রয়েছেন ক্ষুদ্র ঋণ বিষয়ক বাংলাদেশের বেসরকারী সংস্থা নিজেরা করি‘র প্রধান সমন্বয়ক এবং গ্রামের নারীদের উন্নয়নের জন্য নিবেদিত ব্যক্তি , খুশি কবির আরও রয়েছেন কোলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বর্তমানে মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ড অমিয়ো চৌধুরী আমাদের আরেকজন প্যানেল সদস্য হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণ যোগাযোগ বিভাগের সহেযাগী অধ্যাপক ড কাবেরী গায়েন ।

আমরা সকলেই জানি যে দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশেই গত কয়েক দশক ধরে নারীর ক্ষমতায়ন ঘটেছে। সে কেবল এ কারণেই নয় যে রাজনৈতিক নির্বাহী ক্ষমতায় নারীরা এসছেন এই অঞ্চলের বিভিন্ন দেশে , বরঞ্চ এ কারণেও বটে যে নারীরা ঘরের চার দেয়াল পেরিয়ে এখন বেরিয়ে এসছেন কর্ম জগতে।প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত পেশাজীবি নারীরাই কেবল নন . স্বল্প শিক্ষিত নারীরা ও বেরিয়ে এসছেন কল কারখানায়, ব্যবস্থা বানিজ্যেও ক্ষুদ্র ঋণ , পোশাক শিল্প এ গুলো নারীকে আর্থিক ক্ষমতা দিয়েছে অনেক খানি তার পরও আমরা জানি দক্ষিণ এশিয়ায় নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন বার বার ভারত কিংবা বাংলাদেশে নারীর নির্যাতন , ধর্ষণ এ সব কিছু থেকে এমন কী মেয়ে শিশুরাও মুক্ত নয় পাকিস্তানে শিক্ষা গ্রহণের অপরাধে উগ্রপন্থি তালিবানদের রোষানলে পড়ে কিশোরী মালালা গুরুতর আহত হয়েছে এ সব কিছুই আমরা জানি এই বৈপরীত্য আমাদের বিস্মিত করে এর কারণ অনুসন্ধানের চেষ্টা করি আমরা আজকের আয়োজনে সেই সব প্রসঙ্গ।


Your browser doesn’t support HTML5

শুনুন হ্যালো ওয়াশিংটন