হালো ওয়াশিংটন : এগারো বছর পর ৯/১১: আন্তর্জাতিক উগ্রবাদের মূল্যায়ন

এগারো বছর হয়ে গেল ১১ই সেপ্টেম্বরের সেই ঘৃণ্য ঘটনার ,যেখানে একদল কান্ডজ্ঞানহীন ধর্মোন্মাদ লোক , তাদের নিজেদের আদর্শ চাপিয়ে দেয়ার জন্যে যুক্তরাষ্ট্রের তিনটি স্থানে যাত্রী বিমান অপহরণ করে প্রায় তিন হাজার নিরীহ লোককে হত্যা করেছিল। শান্তিপূর্ণ সময়ে এটি ছিল যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে সব চেয়ে বড় , সব চেয়ে প্রাণঘাতী আক্রমণ। এর পর সন্ত্রাসী হামলার ঘটনা বিশ্বের অন্যান্য স্থানে ও ঘটেছে , ২০০৪ , ২০০৫ সালে বাংলাদেশে জামিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি , বাংলা ভাই , এদের দৌরাত্মের কথা ভোলার কথা নয় । ভারতের দিল্লিতে , মুম্বাইয়ে হামলা হয়েছে , আর পাকিস্তানেতো হরদম এরকম হামলা হচ্ছেই । আজ ও আমরা জেনেছি একদল অসহিষ্ণু লোক লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং আরও তিনজনকে হত্যা করেছে, যুক্তিসঙ্গত উপায়ে তাদের অভিযোগ উত্থাপন ন্ করেইা। তাই প্রশ্ন উঠেছে যে এই ১১ বছরে সন্ত্রাসবাদ বলুন কিংবা জঙ্গিবাদ বলুন , অথবা উগ্রবাদই বলুন না কেন , আদর্শিক ও প্রায়োগিক দিক থেকে এর অবস্থা কি ?


আর এ সব প্রশ্নের জবাবই দেবেন , আজকের কল ইন শোতে আমাদের অতিথী প্যানেলিস্ট। আজ প্যানেলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মোহসিন । রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অ্ধ্যাপক অনিন্দ মজুমদার । আরো আছেন এই যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড সাইদ ইফতিখার আহমেদ।

Your browser doesn’t support HTML5

হল ইন শো