যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত এবং এর প্রভাব

  • আনিস আহমেদ
কল ইন শো , হ্যালো ওয়াশিংটনের আজকের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত এবং এর প্রভাব । আজ আমাদের বিশেষজ্ঞ –অতিথি প্যানেলে টেলিসম্মিলনী লাইনে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির দারিদ্র বিমোচন বিভাগের পরিচালক , বিশিষ্ট অর্থনীতিবিদ ড সেলিম জাহান। আরও রয়েছেন অর্থনীতি বিষয়ে বিশিষ্ট গবেষক , বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউট বা বিআইডি এস এর সিনিয়র রিসার্চ ফেলো ড নাজনীন আহমেদ।

যেমনটি আমরা জানি যে গত সপ্তায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেওয়া বিশেষ বানিজ্যিক সুবিধে , যাকে জিএসপি বা Generalized Special Privilege বলা হয় সেটি স্থগিত করেছে। ২০০৭ সালে বাংলাদেশের কারখাণাগুলোর উন্নত করা সাপেক্ষে যুক্তরাষ্ট্রের ফেডারেল শ্রমিক ইউনিয়ন AFL-CIO , অথাৎ American Federation of Labor and Congress of Induatrial Organiizations , GSP সুবিধা পর্যালোচনা করার জন্যে যে আবেদন করেছিল , তার পর থেকে এ ব্যাপারে কোন লক্ষযোগ্য উন্নয়ন সাধিত না হওয়ায় , ছ বছর ধরে পর্যালোচনা শেষে গত সপ্তায় এই ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সব পণ্য বানিজ্যের ক্ষেত্রে জিএসপি সুবিধে ভোগ করে আসছিল , তার মধ্যে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি পণ্য তৈরি পোশাক শিল্প অবশ্য অন্তর্ভুক্ত নয়। তবে জিএসপি সুবিধে স্থগিত করার ব্যাপারে সর্বত্র যে দৃষ্টান্তটি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পোশাক শিল্প কারখানায় বড় রকমের দূর্ঘটনা , বিশেষত রাণা প্লাজার ধ্বসে পড়ায় হাজার খানেকের ও বেশি লোকের প্রাণহানি এবং তার আগে তাজরিন ফ্যাশানস এর ভয়াবহ অগ্নিকান্ড , এ সব কিছুই , বাংলাদেশের শিল্পঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা সম্পর্কে জিজ্ঞাসার সুত্রপাত করেছে । তবে পাশাপাশি এ কথা ও সত্যি যে বাংলাদেশে শ্রমিক ও মালিক পক্ষ থেকে , কাজের পরিবেশের উন্নয়নের ব্যাপারটি চিন্তা ভাবনায় এনেছেন। অস্ট্রেলিয়ার একটি খবরে আজই জানা গেছে যে সেখানকার কে –মার্ট অন্যান্য বিষয়ের সঙ্গে এখন থেকে বিল্ডিং সেইফটি বা ভবনটি নিরাপদ কি নয় সে ব্যাপারটি ও তারা যাচাই করে দেখবে বলে জানিয়েছে।

Your browser doesn’t support HTML5

কল ইন শো শুনুন