ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরন পার্লামেন্টের সদস্যত্ব ছেড়ে দিলেন

Britain's outgoing Prime Minister, David Cameron with his wife, Samantha, waves in front of number 10 Downing Street, on his last day in office as Prime Minister, in central London, Britain, July 13, 2016.

প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর ব্রিটিশ পার্লামেন্ট থেকেও পদত্যাগ করছেন ডেভিড ক্যামেরন।
ইউরোপীয় ইউনিয়নে থাকা বা না থাকা নিয়ে গত জুনে অনুষ্ঠিত গণভোটে হেরে যাওয়ার পর ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়েন ডেভিড ক্যামেরন। পরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন টেরেসা মে।
ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন বলছেন, তিনি নতুন প্রধানমন্ত্রীর 'বিরক্তি'র কারণ হতে চান না।
লন্ডন থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট (ক্যামেরন)