যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার-এর আমন্ত্রণে ২৪ ঘন্টার মতো সময়ের জন্য ঢাকা সফরে এসেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বৃহস্পতিবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন। এ সময় বাংলাদেশ এবং যুক্তরাজ্যে মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়। ডেভিড ক্যামেরন এ সময় বলেন,ব্রেক্সিটের কারণে দুই দেশের সম্পর্কের উপরে কোনো প্রভাব পড়বে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে কার্গো বিমান চলাচলের উপরে যুক্তরাজ্য সরকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপরে গুরুত্বারোপ করেন।
ডেভিড ক্যামেরন ঢাকায় যুক্তরাজ্যের সরকারের একটি উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং অপরাহ্নে ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের এক গোলটেবিল বৈঠকে অংশ নেন।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
আমীর খসরুর রিপোর্ট ক্যামেরন