ক্যাঙ্গারু আদালত কী?

Your browser doesn’t support HTML5

ক্যাঙ্গারু আদালত অবিধাটি মূলত রুপক অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ এটি এমন একটি আদালত, যে অন্য কারো পকেটে রয়েছে এবং এই আদালত স্বাধীন ও নিরপেক্ষ রায় দিতে অক্ষম।
অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী ক্যাঙ্গারু লাফিয়ে লাফিয়ে চলে। এদের জন্মই যেন লাফানোর জন্য। তবে প্রাণী ক্যাঙ্গারুর সাথে ক্যাঙ্গারু আদালতের চরিত্রগত একটা মিল আছে। ক্যাঙ্গারু আদালতের বুৎপত্তি কোথায়, তা অনেকেরই অজানা। 'ক্যাঙ্গারু আদালত' অবিধাটি মূলত রুপক অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ এটি এমন একটি আদালত, যে অন্য কারো পকেটে রয়েছে এবং এই আদালত স্বাধীন ও নিরপেক্ষ রায় দিতে অক্ষম। সমালোচকরা এমন নামকরণ করেছে কারন, ক্যাঙ্গারু আদালত প্রতিষ্ঠিত আইনকানুনের কোনো তোয়াক্কা না করে স্বেচ্ছাচারমূলক রায় ঘোষণা করেন, যে রায় আগে থেকেই নির্ধারিত থাকে।