আজ যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়ার প্রথম ককাস অনুষ্ঠিত হচ্ছে

Iowa Democrats Prep for Caucuses

আজ যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়ার প্রথম ককাস অনুষ্ঠিত হচ্ছে।

ডেমোক্রাটিক দলের ১১জন প্রার্থী এতে অংশ নিচ্ছেন। যে প্রার্থীরাএগিয়ে আছেন তাদের মধ্যে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ভার্মন্টের সেনেটার বার্নি স্যান্ডার্স, ম্যাসাচুসেটস এর সেনেটার এলিজাবেথ ওয়ারেন, ইন্ডিয়ানার সাউথ বেন্ডের মেয়র পিট বুটাজাজ এবং মিনেসোটার সেনেটার এমি ক্লোবাশার।

৫০টি রাজ্যে প্রাথমিক নির্বাচন প্রাইমারি এবং ককাস অনুষ্ঠানের পর ডেমোক্রাটিক দলের মনোনিত প্রার্থী , রিপাবলিকান দলের প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।