স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে যাবে

বাঙালি জাতিকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করার জন্যই বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল দেশ স্বাধীন করার লক্ষ্যে। এরপর একের পর এক উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়ে চলা বাংলাদেশ আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে। ভোরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বলেন- আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে যেন স্বাধীনতার সুফল আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি।

Your browser doesn’t support HTML5

স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে যাবে


এসময় আরো অনেকে স্বপ্নের বাংলাদেশের কথা বলেন।

কাউকে পিছিয়ে রেখে নয় সকল শ্রেনীর সকল পেশার সকল মানুষকে এগিয়ে এক সারিতে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো।


আজ স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ পেয়েছে নিজস্ব স্যাটেলাইট, মেট্রোরেল, পদ্মা সেতু এবং ডিজিটাল বাংলাদেশসহ আরো অনেক অর্জন