মণিপুর রাজ্যের নেত্রী ইরম শর্মিলা চানু ১৬ বছরের অনশন ভাঙবেন

India

সারা পৃথিবীতেই আর কেউ দাবি আদায়ের চেষ্টায় টানা ১৬ বছর ধরে অনশন চালিয়ে যান নি, যা কিনা এখনও করে চলেছেন মণিপুর রাজ্যের নেত্রী ইরম শর্মিলা চানু। তাঁর দাবি, মণিপুর রাজ্য থেকে প্রত্যাহার করে নিতে হবে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, যা কিনা নিরাপত্তা বাহিনিকে ঢালাও ক্ষমতা দেয়। পুলিশের গুলি চালনায় ২০০০ সালে এক সঙ্গে ১০ জন নাগরিকের মৃত্যুর পরেই অনশন আন্দোলন শুরু করেছিলেন শর্মিলা। এত দিন তাঁকে নাকে নল ঢুকিয়ে জবরদস্তি খাওয়ানো হচ্ছিল। কিন্তু এ বার মত বদল করছেন শর্মিলা। তিনি বলেন, অনশন করে যখন ১৬ বছরের চেষ্টাতেও প্রত্যাহার করানো গেল না ওই আইন, এ বার তিনি রাস্তা বদল করে নির্বাচনী রাজনীতিতে আসতে চান। আগামী ৯ অগস্ট আদালতে তাঁর মামলার পরবর্তী শুনানির দিনই অনশন ভাঙবেন তিনি। এ ছাড়া, স্বাভাবিক জীবনে ফিরতে চান শর্মিলা। তিনি বিয়ে করতে চলেছেন, পুরনো বন্ধু, বৃটিশ নাগরিক ডেসমন্ড কুটিনহোকে। এ সিদ্ধান্তে অবশ্য ওই আন্দোলনের অনেক শরিক অখুশি, তাঁদের মতে, এ বার আন্দোলন দুর্বল হয়ে পড়বে।
সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট মনিপুর