রাসায়নিক প্রয়োগ ঠেকাতে পুলিশ মোতায়েনের নির্দেশ

Chemical spraying

বাংলাদেশের একটি উচ্চ আদালত ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে আগামী সাত দিনের মধ্যে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বড় আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে।

পাশাপাশি ফলের বাজার ও আড়তগুলোতে আমসহ অন্যান্য ফলে রাসায়নিক মেশানো হচ্ছে কিনা তা নজরদারি করতে জেলা প্রশাসন, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে টিম গঠনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সুপ্রিমে কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ। আসন্ন আমের মৌসুমকে সামনে রেখে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এ নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউট বিএসটিআই এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব এর মহাপরিচালককে এ সকল আদেশ বাস্তবায়ন করে ৩০ দিনের মধ্যে আদালতকে অবহিত করার নির্দেশ দিয়েছে।

Your browser doesn’t support HTML5

রাসায়নিক প্রয়োগ ঠেকাতে পুলিশ মোতায়েনের নির্দেশ