চিলেতে অগ্নিকান্ড

চিলের কর্মকর্তারা বলছেন, বন্দর নগরী ভালপেরেইসোতে এক মারাত্মক অগ্নিকান্ডে অন্তত ১১ জন মারা গেছে এবং ৫০০ বাড়ি ধ্বংস হয়ে গেছে।

১০ হাজারেরও বেশি মানুষকে সড়িয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে ২০০ জন মহিলা কয়েদীও রয়েছে।

শহরের বেশ কটি পাহাড় চূড়ার একটির ওপরে জংলামত জায়গায় আগুন লাগে। তার নিচেই বেশ কিছু ভগ্নপ্রায় বাড়িঘর ছিল।

প্রশান্ত মহাসাগর উপকুলের বায়ুপ্রবাহের কারণে দমকল বাহিনীর লোকজন আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়েছে।

চিলের প্রেসিডেণ্ট মিশেল বাচেলেট, জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি শহরের রাস্তায় নিরাপত্তা বাহিনী নিয়োগ করেছেন যাতে কোন বিশৃংখলা না লুটতরাজের ঘটনা না ঘটে। কর্তৃপক্ষ আশ্রয়ের ব্যবস্থা করেছে।

ভালপেরেইসো চিলের রাজধানী সান্তিয়াগো থেকে ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে