চীনে ভূমিধসের ঘটনায় ৯৩ জন নিখোঁজ

চীনের দক্ষিণপশ্চিমে সিচুয়ান প্রদেশে, রবিবার যে ভূমিধস হয়, সেখানে উদ্ধারকর্মীরা এখনও মৃতদেহ উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

চীনা কর্তৃপক্ষ বলেছে, মাও কাউন্টিতে শিনমো পাহাড়ি গ্রামে শনিবারের প্রচন্ড ভূমিধসে যে ৯৩জন নিখোঁজ হন, কর্মকর্তারা বলেছেন তারা এখনও নিখোঁজ রয়েছেন।

ভূমিধসে অন্তত ৪০টি বাড়ি ধ্বংস হয়ে যায়। তার পরপরই এক দম্পতি ও তাদের শিশু সন্তানকে উদ্ধার করা হয়। জীবিত আর কাউকে পাওয়া যায়নি। ১৫ জনের মৃত দেহ উদ্ধার করা গেছে।

কর্মকর্তারা বলেছেন, উদ্ধার তৎপরতায় পুলিশ, সেনা ও বেসামরিক লোকসহ ৩ হাজারের বেশি মানুষ অংশ নিচ্ছে।