চীনে হাসমুরগির মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানায় অগ্নীকান্ডে ১১৯ জন প্রাণ হারায়

চীনা সংবাদ মাধ্যমে বলা হয় দেশের উত্তরপুর্বাঞ্চলে একটি হাসমুরগির মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানায় অগ্নীকান্ডে অন্তত ১১৯ জন প্রাণ হারায়।

সোমবার স্থানীয় সময় সকাল ৬ টায় জিলিন প্রদেশের মিশাজি জেলায় একটি হাসমুরগির মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানায় আগুন ধরে। ওই স্থাপনার ভেতরে ৩০০ বেশি কর্মী কাজ করছিলো।

সংবাদে প্রত্যক্ষদর্শী ও অগ্নীনর্বাপক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয় রাসায়নিক পদার্থের নিঃসরণের ফলে হয়ত কয়েকটি বিস্ফোরণ ঘটে এবং তাতেই আগুন লেগে যায়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া বলেছে প্রায় শত কর্মী বেরিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু দরজা বন্ধ থাকায় অন্যান্যরা আটকা পড়ে যায় যখন আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।