চিনের সঙ্গে নেপালের ঘনিষ্ঠতায় ভারতের অস্বস্তি

Chinese President Xi Jinping (2nd-R) meets Nepal Prime Minister Khadga Prasad Sharma Oli (2nd L) at the Great Hall of the People in Beijing, China March 21, 2016.

চিনের সঙ্গে নেপালের নবলব্ধ ঘনিষ্ঠতা নিয়ে রীতিমত অস্বস্তিতে রয়েছে ভারত। নেপালের প্রধানমন্ত্রি কে পি ওলি সদ্য বেজিং-এ গিয়ে চিনের সঙ্গে যে চুক্তিটি সই করে এলেন, তাতে চিনের সমুদ্র বন্দরের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের সুবিধা পাবে নেপাল। এত দিন চিন আর ভারতের মধ্যে আটকে থাকা ছোট্ট দেশ নেপালের বৈদেশিক বাণিজ্যের একমাত্র পথ ছিল ভারতে মাধ্যমে, মূলত কলকাতা বন্দর হয়ে। কয়েক মাস আগে নেপাল-ভারত সীমান্তে আন্দোলনে দীর্ঘ দিন থমকে গিয়েছিল নেপালের যাবতীয় বৈদেশিক বাণিজ্য। তখন থেকেই চিনের মাধ্যমে বিকল্প সমুদ্রপথ খুঁজছিল নেপাল। এই চুক্তি সেই প্রয়োজন মেটাবে। অবশ্য চিনের সঙ্গে সড়কপথ খুব সুগম নয়, শীতে সেই পথও বরফে ঢাকা থাকে। ভারতের দুর্ভাবনা, নেপাল কি তবে চিনের দিকে ঝুঁকছে? নেপাল তা মানে না। তবে এ কথাও বুঝিয়ে দিল, ভারতের পাশাপাশি চিনও তাদের প্রয়োজনের বন্ধু।
বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট