চীনের মানবাধিকার আইনজীবী পু ঝিসিয়াং এর সমর্থকরা আদালতের বাইরে সমাবেশ করে

Chinese police scuffle with journalists at prominent Human Rights lawyer Pu Zhiqiang's trial in Beijing, Dec. 14, 2015. (Photo: B. Ide / VOA)

চীনের বিশিষ্ট আইনজীবী পু ঝিসিয়াং এর সমর্থকদের ছোট একটি দল, কর্তৃপক্ষের হয়রানি সত্বেও, সোমবার বেজিং এ আদালতের বাইরে সমাবেশ করে। কর্তৃপক্ষ সাংবাদিকদের হয়রানি করে এবং প্রতিবাদকারীদের এবং কূটনীতিকদের আদালতের বাইরে ধাক্কা দেয়।

বিতর্কিত বাক স্বাধীনতা বিচারে পু ঝিসিয়াং যদি দোষী সাব্যস্ত হন, তাহলে তিনি ৮ বছর পর্যন্ত কারাদন্ড পেতে পারেন। মানবাধিকার গ্রুপগুলো এবং পশ্চিমী শক্তিগুলো ওই বিচারের তীব্র সমালোচনা করে। ঝিসিয়াং এর অপরাধ সরকার ও কর্মকর্তাদের সমালোচনা করে সামাজিক মাধ্যমে মন্তব্য করা।

সোমবার তিন ঘন্টার বেশি সময় ধরে বিচার চলে।

এখনও এটা সুস্পষ্ট নয় কখন রায় ঘোষণা করা হবে।