উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে কোন দ্বিমত নেই: রেক্স টিলার্সন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলার্সন বলছেন, উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কোন দ্বিমত নেই। বেইজিং এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং চীনের নেতা শি জিনপিং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর টিলার্সন এই মন্তব্য করলেন। ঐ বৈঠকে উত্তর কোরিয়া এবং বানিজ্য বিষয়ে বিশেষ করে আলোকপাত করা হয়।

ট্রাম্পের সঙ্গে সফররত টিলার্সন বেইজিং এ সংবাদদাতাদের বলেন যে, এই দুই নেতা খোলামেলা ভাবে মানবাধিকার এবং দক্ষিণ চীন সাগরে, সামুদ্রিক জলসীমা নিয়ে বিবাদের বিষয় নিয়েও আলোচনা করেন।

পিয়ংইয়ং সরকারের বিষয়ে তিনি বলেন যে, এই দু'দিনের আলোচনায় চীন পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছে যে তারা পরমাণু অস্ত্র সজ্জিত উত্তর কোরিয়া চায় না।

টিলার্সন বলেন, "আমাদের দু'দেশের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে কোন ফাঁক নেই। আমাদের নিজস্ব কৌশল আছে, সময়ের ব্যাপার আছে এবং কতখানি চাপ দেয়া হবে সে ব্যাপারেও আমাদের মতামত আছে। আর এসব নিয়েই আমরা মত বিনিময় করি"। এর আগে ট্রাম্প বলেন যে, বিশ্ব এবং ঐ অঞ্চলের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র ও চীনকে একত্রে কাজ করতে হবে।