জার্মানি এ বছর ৩ লাখ শরণার্থী নেবে

জার্মানি এ বছর ৩ লাখ শরণার্থী নেবে
ব্যাপক সমালোচনার মুখেও জার্মানি শরনার্থীদের জন্য দরজা বন্ধ করছে না। এ বছর তারা তিন লাখ শরনার্থী গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। গত বছরের চেয়ে এটা এক তৃতীয়াংশ কম। জার্মানির অভিবাসী ও শরণার্থী বিষয়ক ফেডারেল কার্যালয়-বিএনএফএম এর প্রধান ফ্রাঙ্ক-ইয়ুর্গেন ওয়েইস ‘দ্য বিল্ডকে’ এ কথা জানিয়েছেন। তিনি এটাও বলেছেন, নতুন শরণার্থীর সংখ্যা এ বছর ৩ লাখ ছাড়িয়ে গেলে তাদের জন্য চাপ হয়ে যাবে। ফ্রাঙ্ক বলেন, আমরা এ বছর আড়াই থেকে ৩ লাখ শরণার্থী গ্রহণ করতে পারবো। এর বেশি হলে আমাদের ওপর চাপ পড়ে যাবে।
উল্লেখ্য, গত বছর আনুমানিক ১১ লাখ শরণার্থী এসে পৌঁছায় জার্মানিতে। দেশটিতে সাম্প্রতিক কিছু সন্ত্রাসী হামলার পর শরণার্থী নীতি নিয়ে চাপের মুখে পড়ে অ্যাঙ্গেলা মার্কেলের সরকার। তারপরও মার্কেল সাফ জানিয়ে দেন, শরণার্থী নীতিতে তিনি অটল থাকবেন। যদিও সাম্প্রতিক জনমত জরিপগুলোতে মার্কেলের জনপ্রিয়তা অনেকখানি হ্রাস পেয়েছে। চতুর্থবারের মতো তিনি নির্বাচনে প্রার্থী হবেন কিনা সেটা ঘোষণায় আরও সময় নেবেন বলে ধারণা করা হচ্ছে।
লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী:

Your browser doesn’t support HTML5

mrc