আবারও কাঁপলো ইতালি- মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট

আবারও কাঁপলো ইতালি

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ইতালি। রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৬ ছিল বলে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে। মার্কিন ভূতত্ত্ববিদদের মতে ভূমিকম্পের কেন্দ্রস্থল হচ্ছে পেরুজিয়ার দক্ষিণ পূর্বে ৬৮ কিলোমিটার দুরে। এই ভূমিকম্পে হতাহতের খবর নেই, তবে ঘরবাড়ির ক্ষতি হয়েছে। পেরুজিয়ার কাছে নরশিয়াতে সেন্ট বেনেডিক্টের ঐতিহাসিক রাজ প্রাসাদ ভেঙে পড়েছে। মাত্র তিন দিন আগে ইতালির রাজধানী রোম ভুমিকম্পে কেঁপে উঠেছিল।

উল্লেখ্য যে, গত আগস্টে ভুমিকম্পে ল-ভ- হয়ে যায় ইতালি। এতে প্রাণ দেন প্রায় তিনশ মানুষ। হাজার হাজার লোক ঘরবাড়ি ছাড়া হন।

লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী

Your browser doesn’t support HTML5

choudhury earthquake